ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের পূর্ণাঙ্গ কমিটি 

প্রকাশনার সময়: ৩১ মার্চ ২০২২, ১২:৫৮

ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের ১০৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার রাতে এ কমিটি অনুমোদন করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক।

পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন। সাধারণ সম্পাদক পদে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা সরদার মাহামুদ হাসান রুবেল।

কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন প্রফেসর ডা. বেলায়েত হোসেন খাঁন, এম মনসুর আলী, প্রফেসর ড. সামছুদ্দিন ইলিয়াস, ড. এ কে এম নূরুজ্জামান, মো. আমিনুল বাহার, লায়ন হামিদুল আলম সখা, মো. হারুন উর রশিদ, হাজী মো. দেলোয়ার হোসেন, প্রবীর কুমার সরকার, বিনয় ভূষন তালুকদার, সালাউদ্দিন সিদ্দিক, ডা. অসিত মজুমদার, ডা. মশিউর রহমান, প্রকৌশলী খান মোহাম্মাদ কায়ছার, সালাউদ্দিন আল আজাদ, মো. আওরঙ্গজেব, কে এম সিদ্দিকুজ্জামান, ড. মোলতা মোহাম্মদ কফিল উদ্দিন, ডা. রিয়াসাত আলম (রাহাত) ও সঞ্জিব কুমার রায়।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আছেন এস. এম. ওয়াহিদুজ্জামান (মিন্টু), নির্মল বিশ্বাস, লায়ন শোয়েব উদ্দিন সোহেল, শরিফ উদ্দিন ভূঁইয়া, আফসা আহমেদ সানু, ফেরদৌস বিপ্লব ও হারুন আর রশিদ।

সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন নাফিজ হোসেন দীপ, নাঈম ফেরদৌস পলাস, লায়ন মোহাম্মদ আহসান উল্লাহ, মোহাম্মদ মাজহারুল ইসলাম, প্রকৌশলী মো. আসিফ আবেদীন, আবদুল্লাহ আল আমিন রঞ্জন, মো. আজিবুর রহমান রাজিব, প্রকৌশলী মো. জুয়েল ও কৃষিবিদ নাসির উদ্দিন আহম্মেদ।

কমিটিতে সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে রয়েছেন ফাতিমা আক্তার লুনা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লায়ন মশিউর আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রায়হান কবির, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান রাসেল, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক কাওসার জাহান রিতা, যুব ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. হাসানুজ্জামান খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কল্যাণ কিশোর, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুজ্জামান মিন্টু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম খান (ইমন), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনোয়ারুল ইসলাম সজীব, আইন বিষয়ক সম্পাদক নীতিশ সরকার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, গণমাধ্যম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল সাফি, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, সাহিত্য বিষয়ক সম্পাদক রাজিব কিষান, নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন এলিস, যুব ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. জুয়েল হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ মাহুবুর রহমান চৌধুরী, চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক মো. নুরুল আনোয়ার ফারুকী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ নূর ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, সমাজসেবা বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আওয়াল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খোকন, অর্থ বিষয়ক সম্পাদক মো. লিয়ার হোসেন, উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাশেদ শোভন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রেদওয়ান রাহার প্রামানিক, উপ-দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন, উপ-তথ্য ও গবেষণ বিষয়ক সম্পাদক শেখ মো. ফারুক শাহ, উপ-মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী সাইফুর রহমান, উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইফফাত মাহবুব, উপ-মহিলা বিষয়ক সম্পাদক ড. তাসলিমা আক্তার, উপ-চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস রনি, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার দত্ত, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক শরণ বড়ুয়া। সহ-সম্পাদক পদে রয়েছেন ডা. সৈয়দ মোহাম্মদ শাহিদ, ডা. শেখ শামসুজ্জামান, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, প্রকৌশলী এনামুল হক, নাহিদ হোসেন, মো. জামিল হোসেন, মো. মেহেবুব হাসান ও এ ডি সুজাউদ্দিন।

কমিটিতে সদস্য পদে আছেন অঞ্জন রয়, শাহজাহান মোহম্মদ আলিউজ্জাম, ডা. বুশরা জাহান, ডা. আশীষ কুমার অধিকারী, ডা. আসাদ আদনান উপল, ডা. মো. মিজানুর রহমান, মো. ওহিদুর রহমান, আশরাফুল আলম (আশরাফ), ব্যারিস্টার মো. ইসমাইল হোসেন হাওলাদার, মো. শাহীনুল হক, কামরুল হোসেন কল্পন, মো. জাকির হোসেন, পারভিন আক্তার নিলা, মো. সিরাজুল ইসলাম শাওন, মিনারুল ইসলাম মিনার, প্রকৌশলী মো. মহিদুল হাসান (সুজন), প্রকৌশলী সৈয়দ নিয়াজ মোরশেদ, মো. সাকিব মাহাদি আজিজ, এ এম জোরাফ, রাজিব আহম্মেদ সরদার, লাইলি চৌধুরী, রাফি আহমেদ ও মো. সাইফুল ইসলাম।

নতুন কমিটির সাধারণ সম্পাদক সরদার মাহামুদ হাসান রুবেল কমিটি অনুমোদনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন কমিটির নেতৃবৃন্দ শনিবার বিকেল ৫টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ