ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পল্টনে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রকাশনার সময়: ২৮ মার্চ ২০২২, ১১:৪৯ | আপডেট: ২৮ মার্চ ২০২২, ১২:৩৫
ফাইল ছবি

নিত্যপণ্যের লাগামহীন দাম এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর পুরানা পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।

সোমবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষকালে হরতাল সমর্থকের ওপর লাঠিচার্জ ও জলকামান থেকে পানি ছুঁড়েছে পুলিশ। অন্যদিকে হরতাল সমর্থকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছে।

সংঘর্ষের কারণে ওই এলাকায় কিছু সময়ের জন্য থমথমে অবস্থা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমাদের শান্তিপূর্ণ হরতালে বিনা উসকানিতে পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে। জলকামান ও টিয়ার শেল ব্যবহার করেছে। এতে আমাদের বেশকিছু নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশের হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় বিক্ষোভ কর্মসূচি ডাকার কথা জানান তিনি।

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকের হরতাল পালনের বিষয়টি জানানো হয়েছিল গত ১১ মার্চ। ঘোষণা অনুযায়ী, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলে।

হরতালের সমর্থনে পল্টন ও শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল ও অবরোধ করলেও রাজধানীর অন্যান্য সড়কের অবস্থা স্বাভাবিক ছিল। গাড়ি চলেছে আগের মতোই। হরতালে স্বাভাবিক রয়েছে শিক্ষা কার্যক্রম। সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলছে। স্বাভাবিক দিনের মতোই চলছে দোকানপাট। প্রভাব নেই জনজীবনে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ