সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে আট বিশিষ্টজনকে ‘পল্লীবন্ধু পদক’ দিচ্ছে জাতীয় পার্টি।
আজ শুক্রবার (১৮ মার্চ) বিকেল ৩টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম প্রকাশ করবে দলটি।
সর্বমোট আটটি ক্যাটাগরিতে এই পদক দেওয়া হবে। সেগুলো হলো- স্বাস্থ্য, সাহিত্য, ক্রীড়া, সঙ্গীত, শিক্ষা, কৃষি সাংবাদিকতা, শিল্প এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন।
জাপার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ‘পল্লীবন্ধু পদক-২০২১’ এর মনোনীতদের নাম প্রকাশ করবেন। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুসহ জাতীয় পার্টির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ২০১৯ সালের ১৪ জুলাই ইন্তেকাল করেন।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ