ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাভারে রিজভীসহ ৫০ জনের নামে মামলা

প্রকাশনার সময়: ০৩ মার্চ ২০২২, ১৫:৫৬

সাভারে মিছিল থেকে পুলিশের উপর হামলার অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৫০ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।

বৃহষ্পতিবার (৩ মার্চ) সকালে সাভার মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন মডেল থানার ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম।

এ ঘটনায় পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিএনপি নেতা বনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুল ইবনে হাসিব সোহেল সহ তিন জনকে আটক করেছে।

পুলিশ জানায়, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল (২ মার্চ) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা।

এ সময় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের প্রচন্ড বাকবিতন্ডা হয়। পরে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ আহত হয়।

পরে পুলিশের উপর হামলা ও রাষ্ট্রীয় কাজে বাধা প্রদানের অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান আসামী করে মামলা দায়ের হয়। মামলার অন্যান্য আসামীরা হচ্ছেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. নিপুন রায়, সাবেক এমপি সালাউদ্দিন বাবু সহ আরো অজ্ঞাত ৫০ জন। মামলা দায়েরের পরই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইদুল ইবনে হাসিব সোহেল সহ তিন জনকে আটক করেছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম বলেন, মামলার অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ