বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ বলেছিল বিনা পয়সায় সার দেবে, সার দেয়নি। এটাই হচ্ছে আওয়ামী লীগ। মানুষকে ভুল বুঝিয়ে প্রতারণা করে। জনগণকে মিথ্যা প্রলোভন দিয়ে ভোট নেয়। ভোট নেওয়ার পর ক্ষমতায় বসে জনগণকে লাথি মেরে বের করে দেয়। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার জনগণের সঙ্গে ভয়াবহ এ আচরণ করেছে।’
আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবার আপনাদের সাথে বেইমানী করেছে। ডা. জাফরুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনকে মেনে নিতে। তিনি এ কথা বলার কে? ডা. জাফরুল্লাহ বিএনপির কেউ না। নির্বাচন কমিশন যেটাই হোক আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নির্বাচন দিলে সেই নির্বাচন কোনোদিনেই সুষ্ঠু হবে না। আওয়ামী লীগ একটি প্রতারক দল। এই সরকার প্রতারণার মাধ্যমে ক্ষমতায় ঠিকে আছে। বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে সর্বত্র পণ্য সরবরাহের দাবিতে সোমবার (২৮ ফেব্রুয়ারি) ময়মনসিংহ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরো বলেন, নির্বাচনের আগে বলেছিল ১০ টাকা কেজি চাল পাবে মানুষ, কিন্তু বর্তমান সময়ে ৭০ টাকা কেজি চাল খেতে হয়, ২০০টাকা কেজি তেল খেতে হয়। মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে। বিএনপির ৬০০ নেতাকর্মীকে সরকার গুম করিয়েছে। জনগণ একদিন তার জবাব দিবে।
ফখরুল আরও বলেন, এই স্বাধীনতার যে স্বপ্ন আমরা দেখেছিলাম এমন একটা সুন্দর দেশ তৈরি করবো। মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠা করবো। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই ভোট ব্যবস্থা করবো। সেই অবস্থা থেকে আ.লীগ আমাদেরকে প্রতারণা করে মিথ্যা কথা বলে এখন উল্টো আমাদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়ে আমাদেরকে পুরোপুরিভাবে বন্ধী করে ফেলেছে।
মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, যুবদল কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু প্রমুখ। এছাড়াও ময়মনসিংহ উওর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদা, দক্ষিণের যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, ডা. মোফাখারুল ইসলাম রানা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ।
নয়া শতাব্দী/এস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ