ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘বিএনপির লবিস্ট নিয়োগের প্রমাণ সরকারের হাতে’

প্রকাশনার সময়: ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৩

বিভিন্ন দেশের লবিস্ট ফার্মের সঙ্গে বিএনপির চুক্তির তথ্য-প্রমাণ সরকারের হাতে এসেছে। সেখানে তাদের নেতাদের সই আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতে বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল যা বলেছেন, তা সত্য নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের সাহায্য বন্ধ করার জন্য তারা যে বিভিন্ন দেশে চিঠি দিয়েছে, সেসব প্রমাণও এখন সরকারের কাছে রয়েছে।

বুধবার (০২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, বিষয়টি নিয়ে বিএনপি এখন মিথ্যাচার করছে। তারা যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এগুলো তারই প্রমাণ। তারপরও এসব অস্বীকার করে আত্মরক্ষার চেষ্টা করে তারা। এসবের পর তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকার কথা নয়।

বিএনপিকে দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকার বিদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করে দেশের উন্নয়নের জন্য। আর বিএনপি করে দেশ ধ্বংসের জন্য। তবে তাদের এই অপচেষ্টা কাজে আসবে না।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ