ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষ, আহত ভট্টাচার্য

প্রকাশনার সময়: ০৪ জানুয়ারি ২০২২, ১৫:৪৭

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দীন হল ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, হাতাহাতি এবং পাথর ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটেছে।

হাতাহাতি থামাতে ঘটনাস্থলে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্য আসলে পাত্তা পাননি তারাও। তাদের উপস্থিতিতেই এক পক্ষ আরেক পক্ষকে উদ্দেশ করে পাথর ছোড়ে।

একপর্যায়ে ঢাকা কলেজ ছাত্রলীগ নেতাকর্মীর ছোড়া একটি পাথর লেখক ভট্টাচার্যের কপালে লাগে। পরে জসিম উদ্দীন হল ছাত্রলীগের নেতারা দুই হাত দিয়ে লেখকের মাথা রক্ষা করার চেষ্টা করে। এরপর হেলমেট পরে নেন লেখক ভট্টাচার্য। পরে ছাত্রলীগ সভাপতি এবং লেখক ভট্টাচার্যের চেষ্টায় সংঘর্ষ থামে।

মঙ্গলবার বেলা ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এসব ঘটনা ঘটে।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ