স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চিঠি বিএনপি পায়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ শুরু করছেন তাতে আমন্ত্রণ পেলে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
আজ মঙ্গলবার রাতে রাজধানীর বনানী কবরস্থানের সামনে অর্পণ বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপি রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে কি-না এ প্রসঙ্গে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনও রাষ্ট্রপতির আমন্ত্রণ পাইনি। আমন্ত্রণ পেলে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেব। তবে আমরা আগেই বলেছি, নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা করব না।’
এর আগে ইসি গঠনে রাষ্ট্রপতি গতকাল সোমবার বঙ্গভবনে সংসদের বিরোধীদল জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সংলাপ করেন।
এ ছাড়া গতকাল রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনাসভায় দলের শীর্ষ নেতারা ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপকে ‘তামাশা’ বলে অভিহিত করেন। তারা বলেন, বিএনপি রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে না।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ