ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘মুক্তিযুদ্ধের লক্ষ্য অনুযায়ী গণতান্ত্রিক রাষ্ট্র পাইনি’

প্রকাশনার সময়: ১৬ ডিসেম্বর ২০২১, ১২:৩১ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১, ১২:৩৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে লক্ষ্য নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধে শরিক হয়েছিলাম, আমাদের অগণিত শহীদ বুদ্ধিজীবী তাদের প্রাণ দিয়েছিলেন, দুর্ভাগ্যক্রমে সেই মুক্তিযুদ্ধের লক্ষ্য অনুযায়ী একটি গণতান্ত্রিক রাষ্ট্র আমরা এখন পর্যন্ত পাইনি।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার দেশপ্রেমিক মানুষের ওপর ‘অত্যাচার-নির্যাতন’ চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, সবকিছুকে ভুলুণ্ঠিত করে এখন একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য বর্তমান শাসকগোষ্ঠী বিভিন্নভাবে দেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে।’

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ