প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মামলার আবেদন করেছে ছাত্রলীগ। আবেদনটি প্রাথমিকভাবে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে শাহবাগ থানায় ছাত্রলীগের পক্ষ থেকে মামলার আবেদনটি করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত। এর আগে সন্ধ্যায় এক ছাত্রলীগ কর্মীও মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার আবেদন করেন।
মামলার আবেদনে বলা হয়, গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে বসে ফেসবুকে বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মোয়াজ্জেম হোসেনের দেওয়া একটি অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের ভিডিও দেখতে পান। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হওয়ায় সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা এর প্রতিবাদ করেন। মোয়াজ্জেম হোসেনের বক্তব্য সরকার ও রাষ্ট্রকে চরম হেয়প্রতিপন্ন ও মানহানি করেছে।
এ প্রসঙ্গে শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, অভিযোগটি আমরা জিডি হিসেবে গ্রহণ করেছি। এখন এটি আমরা সাইবার ক্রাইম ইউনিটে পাঠাব। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ