ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ও সম্মেলন প্রস্তুতির জন্য পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি মধ্যরাতে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে বিব্রত কেন্দ্রীয় নেতারাও। ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি ভুয়া বলে রোববার রাত সাড়ে ১২টায় নিশ্চিত করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় একাধিক নেতা।
এ বিষয়ে উপ-তথ্য প্রযুক্তি সম্পাদক আশিকুর রহমান রুপক বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে এরকম কোন বিজ্ঞপ্তি দেয়া হয়নি। এটা নিয়ে তদন্ত করা হবে। একটা টিম কাজ করছে, যারাই একাজ করেছ অবশ্যই খুঁজে বের করা হবে।
ইবি ছাত্রলীগের কমিটির বিষয়ে তিনি বলেন, আমরা যারা দায়িত্বে আছি ছাত্রলীগের নেতাকর্মী ও শিক্ষার্থীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। খুব দ্রুতই কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। আমরা দায়িত্বপ্রাপ্তরা ক্যাম্পাসে যাবো। এ নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ