বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন ভালো আছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাতে গুলশানের এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়াকে দেখে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। তারা রাত সোয়া ১১টায় হাসপাতাল থেকে বের হয়ে যান।
এর আগে, রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়। এই পরিপ্রেক্ষিতে কয়েকজন নেতাও এভারকেয়ার হাসপাতালে চলে আসেন। তবে নিয়মিত পরিদর্শনে এদিন রাত ১০টার দিকে হাসপাতালে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। রাতে গুলশানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি জানিয়েছিলেন, বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিতে নেওয়ার বিকল্প নেই।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ