ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর পুরস্কার ঘোষণা: ছাত্রলীগের আনন্দ মিছিল 

প্রকাশনার সময়: ১২ নভেম্বর ২০২১, ১৮:১৫

ইউনেস্কো কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পুরস্কার প্রবর্তনের ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করে বাংলাদেশ ছাত্রলীগ। শুক্রবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আনন্দ মিছিলটি বের হয়।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরীর নেতৃত্বে মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে মল চত্বর, ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

গতকাল ইউনেস্কো জাতির পিতার নামে ‘বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্যা ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি’ শীর্ষক পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়।

সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রদীপ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ এর ইতিহাসে এটিই কারও নামে আন্তর্জাতিক পুরস্কার দেওয়ার প্রথম নজির। আমরা ইউনেস্কো কে ধন্যবাদ জানাই।’

প্রবীর আরও বলেন, ‘যখনই নেত্রী বাইরে যায় ঠিক তখনই জামায়াত শিবির ও নুরু গংদের ষড়যন্ত্র শুরু হয়। আমরা ছাত্রলীগের সচেতন নেতাকর্মীরা সকল অপশক্তি রুখে দিবে।’

ছাত্রলীগের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম সুমন বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল। আমরা মনে করি জাতির পিতার নামে এ পুরস্কার আরও আগে প্রবর্তন উচিত ছিল। দেশরত্নের নেতৃত্বে বাংলাদেশের এই অগ্রযাত্রা রুখবার শক্তি কারো নেই।’

মিছিলে আরও বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আকাশ সরকার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ সোহান। এছাড়া কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহান খান, উপসম্পাদক আল আমিন রহমানসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের হাজার খানেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ