চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রোববার বিকেল ৫টা ৩৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন তিনি।
এর আগে বিকেল ৫টায় হাসপাতাল ছাড়েন বিএনপি চেয়ারপারসন। তাকে বহনকারী গাড়িতে সঙ্গে ছিলেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।
গত ২৫ অক্টোবর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের ছোট একটি অস্ত্রোপচার করা হয়। পরে পর্যবেক্ষণ ইউনিটে তাকে স্থানান্তর করা হয়। খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড তার বায়োপসিসহ নিয়মিত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা দেন।
গত ৯ অক্টোবর থেকে টানা কয়েকদিন খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা ওঠানামা করে। ১২ অক্টোবর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৭৬ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন। এ কারণে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে তার পরিবার আবেদনও করে। কিন্তু তাতে সাড়া মেলেনি।নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ