ব্রাহ্মণবাড়িয়ায় নবগঠিত জেলা ছাত্রলীগের কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন আবির মোহাম্মদ ওরফে সোহাগ। তবে সোহাগ কসবা উপজেলার ৭ নম্বর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিল বলে দাবি করছে ছাত্রদল। প্রতিপক্ষ ছাত্র সংগঠনে পদ পাওয়ায় সোহাগকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার জেলা ছাত্রদলের দফতর সম্পাদক সাইফুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাইফুল ইসলাম বলেন, সোহাগ ছাত্রলীগ করে বলে তাদের কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল। যথাযথ তথ্যপ্রমাণের ভিত্তিতে এখন তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে সোহাগের দাবি, ছাত্রলীগ দিয়েই আমার রাজনীতি শুরু। আমি বিএনপির কর্মকাণ্ডে কখনোই আমি ছিলাম না। কেন্দ্র, জেলা ও উপজেলা কমিটির নেতাদের স্বাক্ষরে আমি বিভিন্ন সময়ে ছাত্রলীগের বিভিন্ন পদে আসীন হই। এখন আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে।
এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন বলেন, পদ পাওয়া কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ দেখাতে পারলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের ৩৪৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ