ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
কাউখালীর চিরাপাড়া ইউপি নির্বাচন

উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় নৌকা চান চেয়ারম্যান খোকন

প্রকাশনার সময়: ১৬ অক্টোবর ২০২১, ১৩:৩৬ | আপডেট: ১৬ অক্টোবর ২০২১, ১৩:৪১

পিরোজপুরের কাউখালী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন তৃতীয় ধাপ ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। তাই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা বেশ তৎপর হয়ে উঠেছেন। আওয়ামী লীগের মনোনয়ন পেতে উপজেলার দুইটি ইউনিয়নে হাফডজন প্রার্থী তৎপরতা চালাচ্ছে।

এদিকে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, মো: মাহমুদ খান খোকন ৪নং চিরাপাড়া ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ফের নৌকা প্রতীক চান তিনি।

চেয়ারম্যান মাহমুদ খান খোকন বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবেসে কাজ করায় দল আমাকে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিয়েছে। ২০১৬ সালের ইউপি নির্বাচনে দলের সমর্থন নিয়ে আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হই। আমি নির্বাচিত হয়ে চিরাপাড়া ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন গড়তে পরিকল্পিতভাবে উন্নয়ন করে যাচ্ছি। বিশেষ করে মহামারী করোনাকালীন সরকারি সাহায্যের পাশাপাশি আমার সাধ্যমতো নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী নিয়ে জনগণের পাশে থেকেছি।

বর্তমানে যে উন্নয়ন কার্যক্রম চলছে সে ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে দল আমাকে পুনরায় মনোনয়ন দেবে বলে আমি আশাবাদী। আর দল আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে নৌকার বিজয় উপহার দেব ইনশাআল্লাহ।’

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ