ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

‘ধর্মীয় উগ্রবাদ রাজনীতির অংশ হতে পারে না’

প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২১, ০১:১৯

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা বলেছেন, সংখ্যালঘু বলে কোনো কথা থাকা উচিত নয়। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের। এখানে ধর্মীয় উগ্রবাদ কোনো রাজনীতির অংশ হতে পারে না।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির কেন্দ্রীয় পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় বিদিশা বলেন, সংখ্যালঘু বলে কোনো ধারণা নেই। এসময় প্রধানমন্ত্রীর বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য আমি শুনেছি। বেশ ভালো কথা বলেছেন তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)। সংখ্যালঘু বলা উচিত নয়। রাষ্ট্র সবার। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কে সংখ্যালঘু, কে সংখ্যাগরিষ্ঠ, তা দেখা উচিত নয়।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ