নতুন মহাসচিব খোঁজছে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের হাতে গড়া জাতীয় পার্টি (জাপা)।
মহাসচিবের দায়িত্ব পালন করা জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুর পর জাপার মহাসচিব পদটি শূন্য হওয়ায় এ পদে নতুন কাকে বসানো হবে তা নিয়ে চলছে নানা গুঞ্জন।
জাপার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, গত ৭ সেপ্টেম্বর পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জাপার পরবর্তী মহাসচিব হিসেবে মুজিবুল হক চুন্নু ও রেজাউল ইসলাম ভূঁইয়া নাম প্রস্তাব করেন পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কাছে। তাদের মধ্যে ক্ষমতাসীন মহলে (আওয়ামী লীগ) চুন্নুর গ্রহণযোগ্যতা বেশি। অন্যদিকে, দলের মধ্যে রেজাউল ইসলামের ভাবমূর্তি ভালো হলেও বয়সের কারণে তিনি পিছিয়ে পড়েছেন।
এ প্রসঙ্গে জিএম কাদের বলেন, আজ জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণ সভা শেষ হবে। স্মরণ সভা শেষে পার্টির পরবর্তী মহাসচিব কে হবেন— সে বিষয়ে ভাবব। এ মুহূর্তে কিছু বলতে পারছি না।
নাম প্রকাশে শর্তে এক প্রেসিডিয়াম সদস্য বলেন, আগামী দু-এক দিনের মধ্যে জাতীয় পার্টির নতুন মহাসচিব পাওয়া যাবে। মুজিবুল হক চুন্নু, রুহুল আমিন হাওলাদার ও সৈয়দ আবু হোসেন বাবলার মধ্যে যেকোনো একজন জাপার পরবর্তী মহাসচিব হবেন।
এদিকে, পার্টির তৃণমূলের নেতাকর্মীরা বলেছেন, দেশের একমাত্র বিরোধী দলের ভূমিকায় আছে জাতীয় পার্টি। বর্তমান ক্ষমতাসীন দলের সঙ্গে সামনে জাতীয় সংসদ নির্বাচন করতে হলে এ মহাসচিব পদে হেভিওয়েট নেতা প্রয়োজন। এ সময় তৃণমুলে যার জনপ্রিয়তা আছে, পার্টির দুঃসময়ে যিনি কাজ করেছেন তাকে এ পদে প্রয়োজন।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ