ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬

‘সরকার আন্তরিক হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব’

প্রকাশনার সময়: ১৪ জানুয়ারি ২০২৫, ১৬:০০ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ১৬:০৩

সরকার আন্তরিক হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব, সংস্কারগুলো করে একটা গণঐক্য বা ঐক্যমতের ভিত্তিতে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির নব নির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানায় আমার বাংলাদেশ পার্টির নবনির্বাচিত প্রথম কমিটি।

শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, সরকারের পক্ষ থেকে দুটি সময় সূচির কথা বলা হয়েছে, একটি এ বছরের ডিসেম্বরে আরেকটি সামনের বছরের জুনে। আমরা বলছি এই দুটি সময় নির্ধারণ করবে সংস্কারের কি রূপরেখা হচ্ছে, সংস্কারের গতি প্রকৃতির উপর নির্ভর করে এই নির্ধারণটা হবে। আমরা মনে করি, সরকার যদি আন্তরিক হয় এটা (নির্বাচন) ডিসেম্বরের মধ্যে সম্ভব। সংস্কারগুলো করে একটা গণঐক্য বা ঐক্যমতের ভিত্তিতে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব। সম্ভব না হলে আলাপ আলোচনার ভিত্তিতে এটা দুই এক মাস পেছোলেও আমাদের কোন আপত্তি নেই।

এসময় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ৭১ এর লড়াই টা ছিল, বাংলাদেশের গণ মানুষের মুক্তির লড়াই। যেটাকে আমরা রিপাবলিক বলছি। সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের মাধ্যমে এই বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য৷ কিন্তু ৫৩ বছর পরে এসেও আবারও শত শত তরুণকে রক্ত দিতে হয়েছে একই লড়াইটাকে নবায়ন করার জন্য৷ তাই আমরা বাংলাদেশের অন্তবর্তী সরকারকে বলছি, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল তাদের সবাইকে বলছি, ৭১ ও ২৪ এর মিলিত যে আকাঙ্খা সেই আকাঙ্খা আমাদের তরুণরা দেয়ালে দেয়ালে লিখে গেছে। বাংলাদেশ ২ তারা চায়, সংস্কার চায়, পরিবর্তন চায়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে এমন বন্দোবস্ত চায়, সেটাই আমরা আজকে পুনর্ব্যক্ত করেছি। এবি পার্টির পক্ষ থেকে আমাদের যে লড়াই বাংলাদেশটাকে ঢেলে সাজানোর। লড়াইটা চলছে, চলবে। আমাদের জায়গা থেকে আমরা সাধ্যমত এটা করব ইনশাআল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভুইয়া, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটূল, সিনিয়র সহকারী সম্পাদক এবিএম খালিদ হাসান, সহকারী সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক, জাতীয় নির্বাহী পরিষদ সদস্য লে কর্ণেল হেলাল উদ্দিন, লে কর্ণেল দিদারুল আলম ও আমিনুল ইসলাম এফসিএ ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেন প্রমুখ।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ