অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা রযেছেন তাদের ক্ষমতাবান বলা যাবে না, তারা খানিক সময়ের জন্য এসেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এফডিইবি) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘সাধারণত নেতার চেয়ে দেশ বড় বলা হয়। কিন্তু মানসিকতা হলো, দেশের চেয়ে নেতা বড়, নেতার চেয়ে আমি বড়; এমন মানসিকতা নিয়ে দেশ পরিবর্তন সম্ভব নয়।’
নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘নির্বাচনের জন্য তিন মাস কিংবা পাঁচ বছর, এমন সময় বেঁধে দেইনি। আমরা সংস্কারের যৌক্তিক সময় বলেছি। উপদেষ্টারা বিবেগবান মানুষ, তারা বুঝতে পারেন কতটুকু সময় প্রয়োজন।’
এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বাইরে থেকে দেশের ঐক্য নষ্ট করতে বিদেশি একটা চক্রান্ত ও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।’ ফ্যাসিবাদ আর যেন দেশের রাজনীতিতে কোনো অংশেই স্থান না পায়, এজন্য নেতাকর্মীদরে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন গোলাম পরওয়ার।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ