ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সহিংসতা দেশকে পিছিয়ে দেয়: আমু

প্রকাশনার সময়: ২৭ জুলাই ২০২৪, ২৩:০৭ | আপডেট: ২৭ জুলাই ২০২৪, ২৩:১৩
ফাইল ছবি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, এ ধরনের সহিংসতা দেশকে পিছিয়ে দেয়। তাই এই ধরণের সহিংসতা থেকে সবার উচিত দূরে থাকা।

শনিবার (২৭ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, এই ধরনের সহিংসতা থেকে সবার উচিত দূরে থাকা। এই আন্দোলনে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের নানা সিদ্ধান্তকে ১৪ দল সমর্থন করে। ১৪ দলীয় জোট সরকারের পাশে থেকে সব ধরনের সহায়তা করতেও প্রস্তুত।

আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় যারা দোষী, বিচারের ক্ষেত্রেও দলমত দেখা হবে না। আহতরা যেন প্রয়োজনীয় চিকিৎসা পান, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের তালিকা প্রকাশ করা হলে তাদের পরিবারের পাশে দাঁড়াবে সরকার।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ