এবারের ধাক্কা সরকার সামলাতে পারবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের আগের আন্দোলনে জনগণ ও বিএনপি নেতাকর্মীরা যত না শক্তিশালী ছিলেন, আজকে আমরা তার চেয়েও বেশি শক্তিশালী।
শনিবার (৬ জুলাই) বিকেলে নগরের কাজীর দেউরী সংলগ্ন নাসিমন ভবনে নগর বিএনপি কার্যালয়ের সামনের সড়কে খালেদা জিয়ার মুক্তি দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে আমির খসরু বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সরকারকে পরাজিত করতে হবে। আমি একটা কথা বলতে চাই, অন্যায় যখন আইনে পরিণত হয়, তখন প্রতিরোধ অপরিহার্য হয়ে পড়ে। বাংলাদেশে কোনো বিচার আছে? নাই। যেখানে কোনো বিচার নাই সেখানে প্রতিবাদ করে কোনো লাভ আছে? তাহলে এবার প্রতিরোধ করতে হবে। আমরা সবাই প্রস্তুত, নেতাকর্মীরা কেউ হাল ছাড়ে নাই।
সরকারবিরোধী আন্দোলন বন্ধ হয়নি, চলমান রয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, গুলি করে, গেনেড মেরে জনসভা বন্ধ করা যায়, আন্দোলন বন্ধ করা যায় না। কেউ যদি মনে করে, ‘আন্দোলন শেষ হয়ে গেছে, বিএনপিকে নতুন করে শুরু করতে হবে’ আমি পরিস্কারভাবে তাদের বলতে চাই, নতুন করে আন্দোলন শুরু করার কিছু নেই। আন্দোলন চলমান আছে।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ