খালেদা জিয়ার কিছু রোগ আছে, যা সারার মতো না মন্তব্য করে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, পেসমেকার বসানোর পর খালেদা জিয়া এখন সুস্থ আছেন। দেশের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন বলেই তিনি এখন পর্যন্ত সুস্থ আছেন।
সোমবার (২৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানিয়েছেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন- খালেদা জিয়ার যে অসুখগুলো আছে, এর অনেকটাই নিরাময়যোগ্য না। ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
তিনি বলেন, এর আগে বিদেশ থেকে চিকিৎসক আনার অনুমতি দিতেও সরকার কার্পণ্য করেনি। সরকারের আন্তরিকতার অভাব থাকলে সেটা সম্ভব ছিল না।
এ সময় আইনমন্ত্রী বলেন, বিএনপি নেতারা চিকিৎসা নিয়ে যে অভিযোগ করছেন তাতে তাদের মানসিক ভারসাম্য ঠিক আছে কিনা এ নিয়ে প্রশ্ন আছে। তিনি বলেন, ‘আশা করি, চিকিৎসা নিয়ে তারা ব্যক্তিগত আক্রমণ করবে না।’
গত ২১ জুন রাত সাড়ে ৩টার দিকে খালেদা জিয়ার হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থরাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ