ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সেন্টমার্টিন দখলের গুজব ছড়িয়েছে বিএনপি-জামায়াত : ওবায়দুল কাদের

প্রকাশনার সময়: ১৬ জুন ২০২৪, ১৪:৫৩

মিয়ানমারের সাথে বাংলাদেশ যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি-জামায়াত সেন্টমার্টিন দখলের গুজব ছড়িয়েছে। এগুলো সত্য নয়। আলাপ আলোচনার মাধ্যমে সেন্টমার্টিনের বর্তমান পরিস্থিতির সমস্যার সমাধান করা হবে।

রোববার (১৬ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সেন্টমার্টিন সীমান্তে যে জাহাজ দৃশ্যমান ছিল তা ইতোমধ্যে ফেরত গিয়েছে। আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানে বিশ্বাসী বাংলাদেশ।

যুদ্ধজাহাজ তারা পাঠিয়েছে বলে আমরাও পাঠাব এমন নয়, পরিস্থিতি বুঝে আচরণ করতে হবে।

বাংলাদেশ কারো সঙ্গে কখনো নতজানু আচরণ করেনি জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনীসহ দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থায় রয়েছেন।

বিএনপিতে বড় রদবদল প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাদের সাংগঠনিক ব্যর্থতা স্বীকার করেই কাউকে বাদ দিচ্ছে, কাউকে পদায়ন করছে। তারা যে আন্দোলনে ব্যর্থ সেটা তাদের কমিটি বিলুপ্তির মাধ্যমে স্বীকৃত হলো।

ঈদ যাত্রায় টোল আদায়ের বিষয়ে তিনি বলেন, গতদিনে পদ্মা সেতুতে প্রায় ৫ কোটি টাকা এবং বঙ্গবন্ধু সেতুতে ৪ কোটি টাকার টোল আদায় হয়েছে।

নয়াশতাব্দী/এমআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ