মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

‘বাজেটে লুটের নতুন পরিকল্পনা করা হয়েছে’

প্রকাশনার সময়: ০৬ জুন ২০২৪, ১৯:১৩

২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে গণবিরোধী এবং দেশ বিরোধী বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদের প্রস্তাবিত ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট নিয়ে এক প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি আরও বলেন, তথাকথিত বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি। সাধারণ মানুষের ওপর সমস্ত বোঝা চাপানো হচ্ছে। ব্যাংক ও বিদেশীদের উপর ঋণ আরও বাড়বে।

বাজেটের সঙ্গে সবকিছুর দাম আবার বাড়বে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মানুষতো আর পারছে না। নতুন করে কর্মসংস্থানের সুযোগ নেই। পুরো বাজেট দেশবিরোধী বাজেট। জনগণের জন্য কিছু নেই। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির জন্য এই বাজেট।

বিদ্যুৎখাতে চুরির বিষয়টি সবাই জানে। জনগণের সরকার না হলে যা হবার তা হয়, যোগ করেন মির্জা ফখরুল।

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করেছেন। এবারের প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়সহ মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেয়া হবে। ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ইতিমধ্যে অনুমোদন করা হয়েছে।

এই অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৭৫ শতাংশ।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ