আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য সাবেক আইজিপি বেনজীর আহমেদ সর্বশক্তি নিয়োগ করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেনজীর প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে এই মন্তব্য করেন ফখরুল।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বুধবার (৫ জুন) এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দল এই সভার আয়োজন করে।
গতকাল মঙ্গলবার ওবায়দুল কাদের বলেছিলেন, ‘আমরা পরিষ্কার বলে দিয়েছি, বেনজীর আমাদের দলের লোক নয়। সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়। সেনাপ্রধান হয়েছে তাঁর যোগ্যতায়, তার সিনিয়রিটি নিয়ে। আমরা তাদের বানাইনি।’
ওবায়দুল কাদেরের এই বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগে ওনার নাম ছিল কি না জানি না। আওয়ামী লীগকে ডিফেন্ড করার জন্য, ক্ষমতায় রাখার জন্য তিনি (বেনজীর) সর্বশক্তি নিয়োগ করেছেন। নির্বাচনের সময় তিনি প্রকাশ্যে বলেছেন যে, সেই সরকারকে ভোট দেবেন, যারা উন্নয়ন করছে, উন্নয়ন করতে যাচ্ছে। আমরা উন্নয়নের পক্ষে আছি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘তার এই কথাগুলো বলার কথা না, কিন্তু কথাগুলো বলেছে। যত রকম করে পারে বিরোধী দলকে নির্যাতন-নিপীড়ন করেছে। বেআইনিভাবে হত্যা করেছে, জুডিশিয়াল কাস্টডিতে হত্যা করেছে, গুম-খুন করেছে এবং মিথ্যা মামলা—গায়েবি মামলা সেই সময় তৈরি সব। বেনজীর সাহেব ছিলেন পুলিশ বাহিনী, র্যাবের প্রধান। সব পত্রিকায় যখন তাঁর অপকীর্তি, চুরি-দুর্নীতি বেরিয়ে আসছে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলছেন, সে কি আওয়ামী লীগ করে?’
সাবেক সেনাপ্রধান প্রসঙ্গে তিনি বলেন, ‘আরেকজন সাবেক সেনা প্রধান আজিজ। তাকে তারা (আওয়ামী লীগ) অনেককে ডিঙ্গিয়ে, তাঁর দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী জেনেও সেনাবাহিনীর চিফ করেছিল। তাদের যে কাজ, তারা সেটা করে দিয়েছিল—নির্বাচন পার করে দিয়েছিল।’
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ