গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে। তার বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ তুলে গতকাল বৃহস্পতিবার সারাদিন গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে গাজীপুর জেলা আওয়ামী লীগের নেতা–কর্মীরা এই দাবি জানান।
মেয়র জাহাঙ্গীর আলমের গোপনে ধারণ করা একটি ভিডিও মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করেন।
ওই ভিডিও ভাইরাল হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোথাও ঝাড়ুমিছিল, কোথাও বিক্ষোভ মিছিলসহ সড়কে টায়ার চালিয়ে প্রতিবাদ করেন তারা। এতে সড়কের উভয় পাশে দুই ঘণ্টার বেশি সময় ধরে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ।
তবে মেয়র জাহাঙ্গীর আলম বলছেন, আমাকে ও আওয়ামী লীগ সরকারকে প্রশ্নবিদ্ধ করতে আমার প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে। যারা ফেসবুকে ও ইউটিউবে মিথ্যাচার করছেন দয়া করে ডিলিট করে দেন। মিথ্যা অপবাদ না দিয়ে আসুন সবাই মিলে কাজ করি, এখন কাজের সময়। আমাদের সকলের দায়িত্ব হচ্ছে দেশ এবং নগরকে সমৃদ্ধিশালী করা।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে মেয়র জাহাঙ্গীর আলম ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে ফেসবুকে প্রতিপক্ষের অপপ্রচার চালাচ্ছে দাবি করে তিনি এসব কথা বলেন।
তার ওপর এ অভিযোগ চাপিয়ে দেওয়া অবিচার দাবি করে মেয়র বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে স্কুলজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতি করি। জাতির পিতাকে আমি কখনও কটূক্তি করে কথা বলতে পারি না। যারা তার কথা বিকৃতভাবে উপস্থাপন করে ওই ভিডিও এডিট করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন মেয়র।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ