ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

অপচয় বন্ধ করে ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে: ইনু

প্রকাশনার সময়: ০১ মে ২০২৪, ১৮:৩২ | আপডেট: ০১ মে ২০২৪, ১৮:৪০

দুর্নীতি, লুটপাট, বিদেশে টাকা পাচার, ব্যাংকের টাকা লোপাট, অপচয় বন্ধ করতে পারলে শ্রমিক-কর্মচারীদের ন্যায্য মজুরি দেয়া সম্ভব বলে মন্তব্য করেছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

বুধবার (১ মে) সকাল ১০টায় জাসদ চত্বরে জাসদের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি।

শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং বিশেষ অতিথি হিসেবে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বক্তব্য রাখেন।

জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ সভাপতি শ্রমিক নেতা সাইফুজ্জামান বাদশার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ সাধারণ সম্পাদক শ্রমিক নেতা নইমুল আহসান জুয়েল। সমাবেশ শেষে একটি সুসজ্জিত লাল পতাকা মিছিল জাসদ বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, নিত্যপণ্যের উচ্চমূল্য শ্রমিক ও দেশের জনগণের জন্য অভিশাপ। বাজার সিন্ডিকেট দমন ও ধ্বংস, বিদেশে টাকা পাচার বন্ধ, ব্যাংকের অর্থলোপাটকারীদের শাস্তি নিশ্চিত করা, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করে শ্রমিক ও জনগণকে এ অভিশাপ থেকে মুক্তি দিতে হবে।

শিরীন আখতার বলেন, শ্রম কখনও সস্তা নয়, শ্রমিক দয়ার পাত্র না। স্বাধীনতার এত বছর পরেও আমরা কর্মস্থলে, নারী ও পুরুষ শ্রমিকের সমকাজে সমমজুরি নিশ্চিত করতে পারিনি।

শ্রমিক জোটের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে, শ্রমিকের ৮ ঘণ্টা বিশ্রাম ও ৮ ঘণ্টা বিনোদন নিশ্চিত করা; বাজার দর ও জীবনযাপন অনুযায়ী জাতীয় নূন্যতম মজুরি আইন করে বাস্তবায়ন করা; দুর্যোগে কর্মহীন শ্রমিকের ভাত-কাপড় নিশ্চিত করার জন্য আইনি কাঠামো তৈরি করা; শিল্প কলকারখানায় রেশনিং ব্যবস্থা চালু করা; কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা; আইএলও কনভেনশন ১৮৯/কনভেনশন ১৯০ অনুসমর্থন করার জন্য সরকারে প্রতি দাবি জানিয়েছেন।

সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, দপ্তর সম্পাদক রাজীব আহমেদ, সহ-দপ্তর সম্পাদক মঞ্জুর ইসলাম চমন, জাতীয় পরিবহন শ্রমিক জোটের সভাপতি মোহাম্মদ আলী, জাতীয় পুস্তক বাধাঁই শ্রমিক জোটের সভাপতি জামিল ভুইঁয়া, সাধারণ সম্পাদক মনির মন্ডল, গার্মেন্টস শ্রমিক জোট-বাংলাদেশের সাধারণ সম্পাদক এম এ সালাম, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক, নারী জোটের নেত্রী শেখ শাহানাজ , নার্গিস আক্তার নীলা, শারমিন আক্তার, গৃহ শ্রমিক জোটে নেত্রী সামিয়া চান জুই, পলি আক্তার, প্রতিবন্ধী শ্রমিক জোটের সভাপতি মো. আলমগীর হোসেন, ডেকোরেটস-কমিউনিটি ফ্রন্টের সভাপতি আব্দুল হাকিম, আশুলিয়া আঞ্চলিক কমিটির রাজু, মিরপুর আঞ্চলিক কমিটির জেসমিন শিলা, শেখ শাহনাজ, রাবেয়া আক্তার, নার্গিস আক্তার প্রমুখ।

শ্রমিক সমাবেশে সংহতি জানিয়ে জাসদ উপস্থিত ছিলেন- জাসদ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, রোকনুজ্জামান রোকন, মোহম্মদ মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, কোষাধক্ষ্য মুনির হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদ আলম, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-দফতর সম্পাদক প্রকৌশলী হারুন অর রশিদ, সহ-সম্পাদক আলী হাসান তরুন, ধীমান বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইমুল হক, মুহাম্মদ শামসুল ইসলাম সুমন, ঢাকা মহানগর দক্ষিন সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, সহ-সভাপতি অমিয় নন্দী, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ প্রমুখ।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ