ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুকি-চিন নিয়ে ইস্যু খুঁজছে বিএনপি : কাদের

প্রকাশনার সময়: ০৭ এপ্রিল ২০২৪, ১৪:১৮

মিয়ানমার ইস্যুতে ব্যর্থ হয়ে এবার কুকি-চিন নিয়ে বিএনপি ইস্যু খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে রোববার (৭ এপ্রিল) দুপুরে আয়োজিত এক সংকাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, বিষয়টি নিয়ে সরকার শক্ত অবস্থানে রয়েছে। কুকি-চিন পুরো পাহাড়ে অশান্তি তৈরি করতে পারবে না। সার্বিকভাবে পাহাড়ে শান্তি বিঘ্নিত হবে না।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য কী আন্দোলন করেছে বিএনপি? ৫শ লোক নিয়ে আন্দোলন করতে পারেনি। চোখের পানি, কান্না, তাদের সম্বল। কোনো অজুহাত দেখিয়ে লাভ নেই। তারা সীমান্ত নিয়ে অনেক কথা বলেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ