ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

৮ বছর পর হচ্ছে ঈশ্বরদীতে আ.লীগের সম্মেলন

প্রকাশনার সময়: ২০ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৮

দীর্ঘ আট বছর পর আগামী ২৯ সেপ্টেম্বর ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ঢাকায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বিভাগীয় টিমের সঙ্গে জেলা আওয়ামী লীগের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউর রহমান লাল, সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের এম পি গোলাম ফারুক প্রিন্স, সহ-সভাপতি পাবনা -৪ আসনের এমপি নুরুজ্জামান বিশ্বসসহ রাজশাহী বিভাগের দ্বয়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পর সম্মেলন অনুষ্ঠিত করার নিয়ম থাকলেও আট বছর হতে চলা পুরোনো কমিটি দিয়েই ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম এতোদিন চলে আসছে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১১ জুন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ৬৭ সদস্যের এই কমিটির সভাপতি হন আনিছুন্নবী বিশ্বাস এবং সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যন মকলেছুর রহমান মিন্টুকে করা হয়। এর তিন বছর এক মাস পর ২০১৬ সালের ১০ জুলাই ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সভাপতি আনিছুন্নবী বিশ্বাস মারা যান। এর পর থেকে নায়েব আলী বিশ্বাস উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন।

দীর্ঘ আট বছর ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন না হওয়ায় নতুন নেতৃত্ব তৈরি যেমন হচ্ছিল না, তেমনি নেতা-কমীদের মাঝে যথেষ্ট ক্ষোভ ছিল। সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ায় নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতা-কর্মীরা চাচ্ছেন দলকে স্থানীয় ভাবে শক্তিশালী করতে যোগ্য নেতৃত্ব।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ