সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

‘পবিত্র মাসে ক্যাম্পাসকে অপবিত্র করেছে ছাত্রলীগ’

প্রকাশনার সময়: ১৪ মার্চ ২০২৪, ১৮:৫৩

ছাত্রলীগ নিয়মিত এমন সব কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, যা ক্যাম্পাসের ঐতিহ্য ধ্বংস করে দিচ্ছে। ধর্ষণ, হত্যাকাণ্ড থেকে শুরু করে হাল আমলের শিক্ষার্থী নির্যাতন, গণরুম-গেস্টরুমে মানসিক ও শারীরিক নির্যাতনসহ সকল অপকর্মে নিজেদের জড়াচ্ছে ছাত্রলীগ। রমজানের প্রোগ্রামে শিক্ষার্থীদের ওপর হামলা এখন তাদের ইসলামের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এবার তাদের নিজেদের নিয়ে পুনঃচিন্তা করার আবশ্যকতা তৈরি হয়েছে।

এমনই মন্তব্য করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় তথ্য, গবেষণা ও আইন সম্পাদক সুলতান মাহমুদ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল ৪টায় ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে ও অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি’তে ঢাবি শাখা সভাপতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সভাপতির বক্তব্যে ঢাবি সভাপতি মোহাম্মদ ইয়াছিন আরাফাত বলেন, ক্যাম্পাসে সময়ে সময়ে শিক্ষার্থীদের ওপর হামলে পড়ে ছাত্রলীগ ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দপূর্ণ অবস্থান ও মানবিক মূল্যবোধ চর্চাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। যা ছাত্র রাজনীতির জন্য এক কলঙ্কজনক অধ্যায়। রমজানের মতো পবিত্র মাসেও ক্যাম্পাসে পুনঃরায় সন্ত্রাস ফিরিয়ে এনেছে অপবিত্র ছাত্রলীগ। এ ধরনের কর্মকাণ্ড থেকে ছাত্রলীগকে ফিরে আসতে হবে।

এছাড়াও মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ঢাবি শাখা সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সদ্য সাবেক প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক ইয়াছিন আরাফাতসহ আরও অনেকে।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ