ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাতদিন পর জিয়ার কবরে ছাত্রদলের শ্রদ্ধা

প্রকাশনার সময়: ০৮ মার্চ ২০২৪, ১৯:৫১

নতুন কমিটি ঘোষণার ৭দিন পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা।

শুক্রবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের জন্য দোয়া করেন নেতাকর্মীরা। গত ১ মার্চ ছাত্রদলের নবগঠিত সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য হলেন- আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র সহ-সভাপতি শ্যামল মালুম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক মোহা. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) এবং শরিফ প্রধান শুভ, প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)।

ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার এক সপ্তাহ পর জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছে সংগঠনটির মধ্যেই। যদিও সংগঠনটির নেতার বলছেন- নতুন কমিটি ঘোষণার পর বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে মাজারে শ্রদ্ধা জানানো হয়। এজন্যই একটু দেরি হয়েছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নতুন কমিটি ঘোষণার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যদের সাথে সাক্ষাৎ করতে হয়। আমরা এই প্রাথমিক কাজ শেষ করেই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছি।

পূর্ণাঙ্গ কমিটির আগেই কোন্দল: ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগেই নবগঠিত সাত সদস্যের আংশিক কমিটিতে কোন্দল দেখা দিয়েছে। কমিটি ঘোষণার পর গত শনিবার নয়াপল্টনে আনন্দ মিছিল করেছে ছাত্রদলের নব গঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যরা। এছাড়া বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যদের সাথে দেখাও করেছে নতুন কমিটি। কিন্তু এসব কর্মকাণ্ডে দেখা মেলেনি সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াকে।

সূত্র জানায়, সিনিয়র সহ-সভাপতির পদ দেওয়ায় কারণে সন্তুষ্ট হতে পরেনি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। এ কারণেই নতুন কমিটি ঘোষণার ছয়দিনেও মাঠে দেখা যায়নি তাকে। তিনি ঘোষিত কমিটির শীর্ষ দুই পদের একটিতে থাকতে চেয়েছিলেন। কমিটির ঘোষণার পর শীর্ষ পদে পদায়ন না হওয়ার ক্ষোভ প্রকাশ্যে আসে। যদিও কমিটি ঘোষণার ছয়দির পর গত বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিজের কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেছেন ইয়াহিয়া। এছাড়া মাজারে শ্রদ্ধা নিবেদনের সময়ও উপস্থিত ছিলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শেরে-বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আলম, সাবেক সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন, ছাত্রদলের নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, দপ্তর সম্পাদক মোহা. জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ প্রমুখ।

জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি নবনির্বাচিত কমিটির নেতাসহ উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান। এরপর মঈন খান ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য দেন। দোয়া শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবগঠিত ছাত্রদলের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ