ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাপার সম্মেলন ডেকেছেন জিএম কাদের

প্রকাশনার সময়: ০৭ মার্চ ২০২৪, ১৯:০২ | আপডেট: ০৭ মার্চ ২০২৪, ১৯:০৪

দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি আগামী ১২ অক্টোবর দশম জাতীয় সম্মেলন ডেকেছে। সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এ সম্মেলনের ঘোষণা দেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (০৭ মার্চ) একথা জানানো হয়।

এতে বলা হয়, বুধবার বনানী চেয়ারম্যান কার্যালয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। সভাটি পরিচালনা করেন পার্টির মহাসচিব অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু এমপি। সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী- আগামী ১২ অক্টোবর সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ৩০ আগস্টের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলাগুলোর সম্মেলন সম্পন্ন করতে হবে। আগামী ৩০ এপ্রিল ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। আগামী ৩০ সেপ্টেম্বরে মধ্যে কেন্দ্রীয় প্রতিনিধিদের উপস্থিতিতে নিজ নিজ জেলায় বর্ধিত সভা করা হবে।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ