ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘এই সরকার ভোটের সময় চুরি করা টাকা ওঠাতে বিদ্যুতের দাম বাড়াচ্ছে’

প্রকাশনার সময়: ০২ মার্চ ২০২৪, ১৬:৪৯ | আপডেট: ০২ মার্চ ২০২৪, ১৬:৫৫

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর উত্তর। শনিবার (২ মার্চ) সকালে মিরপুর-১০ গোলচত্বর থেকে মিছিলটি শুরু করে কাজীপাড়া মেট্রোস্টেশনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জামায়াতের মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান বলেন, এই সরকার ভোটের সময় চুরি করা টাকা ওঠাতে বিদ্যুতের দাম বাড়াচ্ছে। তারা পারলে ২০২৩ সাল থেকেই দাম বাড়িয়ে দিতো। এদের প্রতিহত করতে আমরা রাজপথে আছি।

এর আগে, বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের এই সহকারী সেক্রেটারি।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা ও ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, ইয়াসিন আরাফাত, জামাল উদ্দিন, মুহিবুল্লাহ, আতাউর রহমান সরকার, নাসির উদ্দীন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সালাহ উদ্দিন, আসাদুজ্জামান ও আ. রহিম প্রমুখ।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ