ক্ষমতা নয়, জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের লক্ষ্যে বিএনপি আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
রাজধানীর পূর্ব জুরাইনে কারাগারে নিহত বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী'র পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।
মঈন খান বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। আমাদের এই আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমরা চাই একটি পরিবর্তন। যে পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের ১৮ কোটি মানুষের ভোটের অধিকার আবার বাংলাদেশের মানুষের হাতে ফিরে আসবে। দেশে একটি একদলীয় স্বৈরশাসকের পরিবর্তে জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বমূলক সরকার গঠিত হবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিলো ডামি ও বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশে একদলীয় শাসন ও অলিখিত বাকশাল কায়েম হয়েছে।
শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলে মন্তব্য করেন বিএনপি নেতা মঈন।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ