ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘মিয়ানমারের সেনা বাংলাদেশে, নতুন কোন ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখতে হবে’

প্রকাশনার সময়: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪২ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণের দৃষ্টি ভঙ্গি অন্যদিকে সরাতে নানা সময় যৌথভাবে অপচেষ্টা চালিয়েছে সরকার। মিয়ানমার সেনা সদস্যদের বাংলাদেশে ঢুকতে দেয়া নতুন কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে হবে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির সিদ্ধান্ত এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শুধু ক্ষমতায় থাকতে বার বার দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশের চলমান পরিস্থিতি এমন অসহনীয় থাকলে দেশের অর্থনৈতিক, কূটনীতিকসহ সকল খাতে বিপর্যয় হবে। এর দায় সরকারকে নিতে হবে।

বিএনপি আন্দোলনে আছে, আন্দোলনের গতি প্রকৃতি শিগগিরই আরও স্পষ্ট হবে বলেও জানান গয়েশ্বর। এসময় বিএনপির চার স্থায়ী কমিটির সদস্য ছাড়াও ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, যুগ্ম মহাসচিবরা উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ