দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়।
সরেজমিনে দেখা গেছে, সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে সকাল থেকেই আগ্রহী মনোনয়ন প্রত্যাশীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসছেন। সেখান থেকে একজন কিংবা তার প্রতিনিধি ভেতরে প্রবেশ করে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।
আইশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত তিনটি সংসদের মতো এবারও পুরোনোদের বাদ দিয়ে নতুনদের মূল্যায়ন করা হবে। এই তালিকায় দলের জেলা-উপজেলার ত্যাগী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা পরিবার ও সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী নারী নেত্রীদের মনোনয়ন দেওয়া হতে পারে।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ