ঢাকা, শনিবার, ৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ জিলহজ ১৪৪৫

হঠাৎ সভা ডেকেছেন রওশন এরশাদ

প্রকাশনার সময়: ২৭ জানুয়ারি ২০২৪, ২৩:২৭

জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করতে সভা ডেকেছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন তার রাজনৈতিক সচিব গোলাম মসীহ।

রোববার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রওশন এরশাদের গুলশানের বাসভবনে সভাটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এ বিষয়ে রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশীদ বলেন, আগামী ২৯ জানুয়ারি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে ম্যাডামের মেয়াদ শেষ হচ্ছে। সেই সঙ্গে জাপায় যে অস্থিরতা চলছে সে বিষয়েও ম্যাডাম নেতাকর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বুঝার চেষ্টা করবেন। যেসব নেতাকর্মী পদত্যাগ করেছেন কিংবা বহিষ্কার হয়েছেন তারা ম্যাডামের সঙ্গে দেখা করে পদক্ষেপ নিতে বারবার অনুরোধ জানাচ্ছিলেন, সে কারণেই এ সভা ডাকা হয়েছে।

এদিকে, জাপা থেকে অব্যাহতি প্রাপ্ত প্রেসিডিয়াম মেম্বার ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সফিকুল ইসলাম সেন্টু রওশন এরশাদের ডাকা সভায় উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ