ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

৩০ জানুয়ারি কর্মসূচি দিলো আওয়ামী লীগও

প্রকাশনার সময়: ২৭ জানুয়ারি ২০২৪, ২১:১৮

আগামী ৩০ জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচির দিনও সারা দেশে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে এ নির্দেশনা দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ৩০ তারিখ সারা দেশে আমাদের নেতাকর্মীরা লাল-সবুজ পতাকা নিয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে।

বিএনপির কর্মসূচি নিয়ে তিনি বলেন, কালো পতাকা মানে শোকের মিছিল। এ আরেক ভুয়া কর্মসূচি। ৩০ তারিখে আবার ডেকেছে, সেটাও ভুয়া।

বিএনপিকে ‘ভুয়া দল’ অভিহিত করে আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, ‘বিএনপি আবার মাঠে নেমেছে। আন্দোলন করে তারা ভুয়া হয়ে গেছে। এই আন্দোলনে পাবলিক সাড়া দেয় না। হরতালে রাস্তায় যানজট। বিএনপির অবরোধ, হরতাল ভুয়া। বিএনপি মানেই ভুয়া।’

ওবায়দুল কাদের বলেন, এখন খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, হরতালের বিরুদ্ধে, আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও পুনরায় নির্বাচনের দাবিতে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী মঙ্গলবার (৩০ জানুয়ারি সারা দেশের মহানগর, থানা, জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভায় এ কর্মসূচি পালন করবে দলটি।

শনিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ কর্মসূচি ঘোষণা করেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ