ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কারামুক্ত হলেন জাপা মহাসচিব লিংকন

প্রকাশনার সময়: ২৬ জানুয়ারি ২০২৪, ১৭:১৭

১২ দলীয় জোটের শীর্ষনেতা ও জাতীয় পার্টির (একাংশের) মহাসচিব আহসান হাবিব লিংকন কারামুক্ত হয়েছেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভ করেন।

এসময় ১২ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কারাফটকে উপস্থিত ছিলেন।

ভাটারা থানায় দায়েরকৃত একটি নাশকতা মামলায় গত ২১ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান লিংকন।

গত বছরের ৯ অক্টোবর নাশকতা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান, চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান এবং সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমানসহ লিংকনকে ৪ বছরের কারাদণ্ডের আদেশ দেয় আদালত।

গত ৭ নভেম্বর আদালতে এই মামলায় তারা জামিন চাইতে গেলে, জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়। পরে আজ জামিন পেলেন লিংকন।

ইতোমধ্যে মামলার বাকি তিন আসামিও জামিনে মুক্ত হয়েছেন।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ