বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নিউরো বিভাগে ভর্তি হয়েছেন তিনি।
রোববার (২১ জানুয়ারি) রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাকে নিয়ে ঢাকা ত্যাগ করেন তার সহধর্মিনী বিলকিস আখতার হোসেনসহ দুই ছেলে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেয়া হয়েছে খন্দকার মোশাররফকে। ইতোমধ্যে সেখানকার নিউরো বিভাগে তাকে ভর্তি করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় ব্রেইন হ্যামোরেজে আক্রান্ত হন খন্দকার মোশাররফ। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর তাকে আবার সিঙ্গাপুরের নেয়া হয়েছে। দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
২০২৩ সালের ১৬ জুন দলীয় পদযাত্রা কর্মসূচিতে অংশ নেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ জুন সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেয়া হয়। সেখানে ২ মাস চিকিৎসা শেষে গত ৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরে আসেন খন্দকার মোশাররফ। এরপর আবার অসুস্থ হলে গত ৫ ডিসেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ