ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘দেশকে নতুন করে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে হবে’

প্রকাশনার সময়: ১৯ জানুয়ারি ২০২৪, ২০:৫৬

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) বাদ আসর বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যাপক ড. আব্দুল মঈন খান। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক রাষ্ট্রদূত নজরুল ইলাম খান।

মঈন খান বলেন, আমরা বিএনপি ও জিয়াউর রহমানের সৈনিক হিসেবে আজকে তার জন্মবার্ষিকীতে আমাদের ওপর একটি গুরু দায়িত্ব অর্পিত হয়েছে। সেই দায়িত্বটি হচ্ছে- এই অচলবস্থা, গণতন্ত্রহীনতা, মানবাধিকার ও সুশাসনের অনুপস্থিতি এবং দুর্নীতির একটি জগৎ বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই অবস্থা থেকে ১৮ কোটি মানুষকে মুক্ত করে আবার নতুন করে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে হবে।

এসময় দেশের ৯৫ ভাগ মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এস এম আব্দুল হালিম, আব্দুর রশিদ সরকার, অধ্যাপক ড. শাহিদা রফিক, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, আফরোজা খানম রিতা, অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস, অধ্যাপক ড. মামুন আহম্মেদ, নুর মোহাম্মদ খান, যুগ্ম-মহাসচিব হারুনুর রশিদ, বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

এ ছাড়া উপস্থিত ছিলেন- ডা. শাখাওয়াত হাসান জীবন, ড. আসাদুজ্জামান রিপন, জেড খান মো. রিয়াজ উদ্দিন নসু, আনিসুজ্জামান খান বাবু, শিরিন সুলতানা, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, কাদের গণি চৌধুরী, শাম্মী আক্তার, নির্বাহী সদস্য বিলকিস ইসলাম, সেলিম রেজা হাবিব, কাজী মফিজুর রহমান, এডভোকেট অহিদুজ্জামান দীপু, আমিনুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, ব্যারিষ্টার মীর মো. হেলাল উদ্দিন, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ