জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীনদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় পার্টির বিরুদ্ধে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, বাংলাদেশের কোনো লোক যদি বলতে পারে দলের জন্য বা পার্টিকে দেওয়ার জন্য আমি বা চেয়ারম্যান কারও কাছ থেকে টাকা নিয়েছি, তাহলে আমি পদত্যাগ করবো।
বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে এ চ্যালেঞ্জ জানান চুন্নু। এর আগে রোববার নির্বাচনে ভরাডুবি, অনিয়মসহ নানা অভিযোগে জাপার পরাজিত প্রার্থীরা বিশেষ সভা করেন। সেখানে তারা অভিযোগ করেন ক্ষমতাসীনদের কাছ থেকে টাকা নিয়েছে হাইকমান্ড।
এ বিষয়ে চুন্নু বলেন, এইগুলো হলো গসিপিং। অনেকেই মনে করেছে আওয়ামী লীগের সঙ্গে যেহেতু আমাদের কথাবার্তা হয়েছে, ২৬টা সিট দিয়েছে। তাদের ধারণা আমাদের অনেক টাকা দিয়েছে। শত শত কোটি টাকা দিয়েছে, প্রার্থীদের কেন আমরা টাকা দিলাম না। এটা তাদের মনের আসল ব্যথা। ইলেকশন ঠিকমত হয় নাই, তারা পাস করে নাই এইটা আসল ব্যথা না। দুই একজন ছাড়া বাকিদের আসল ব্যথা আমরা শত কোটি টাকা পেয়েছি, তাদের দেই নাই।
চুন্নুর প্রশ্ন, শত কোটি টাকা কে দেবে? সরকার আমাকে টাকা দেবে কেন? সরকার যদি আমাকে টাকা দেয় তাহলে এটা জানার বাকি থাকবে?
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ