পাঁচ বছর কেন, জনগণ এই সরকারকে পাঁচ দিনও দেখতে চায় না বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী।
শুক্রবার (১২ জানুয়ারি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচন কোনো ভালো নির্বাচন হয়নি। ২৬ জনের যে মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে, জনগণ তা মানে না।
সরকারকে অবিলম্বে পদত্যাগ করে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে আহমদ আলী বলেন, জনগণের নির্বাচন প্রতিষ্ঠা করার জন্য আমাদের মাঠে থাকতে হবে। জনগণের নির্বাচন প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, কেন্দ্রীয় প্রকাশনা ও প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, ঢাকা মহানগর উত্তর সভাপতি সাইফুদ্দিন আহমদ খন্দকার, দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক প্রমুখ।
নয়া শতাব্দী/আতারা/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ