ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সংসদে এসেছি জনগণের পক্ষে কাজ করার জন্য: জিএম কাদের

প্রকাশনার সময়: ১০ জানুয়ারি ২০২৪, ১৮:৩৫

সংসদে এসেছি জনগণের পক্ষে কাজ করার জন্য বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, আমরা যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, তারা আজ শপথ নিলাম, আমরা সংসদে আছি। আমরা সংসদকে কার্যকর করার জন্য এর আগেও চেষ্টা করেছি, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য, জনগণের পক্ষে কথা বলার জন্য। আমাদের রাজনীতি হবে জনগণের পক্ষের রাজনীতি, সরকারের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য।

বিরোধী দলের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমরা কী হতে পারব, সেটা জানি না। সংসদে এসেছি জনগণের পক্ষে কাজ করার জন্য। জনগণের পক্ষে আমরা আছি। বিরোধী দল কে হবে, সেটা ঠিক করা আমার দায়িত্ব নয়, যাদের দায়িত্ব তারা ঠিক করবে। সংসদের একটা কার্যপ্রণালী বিধি আছে, এসব বিষয়ে সেখানে বলা থাকে। এটা আমার দায়িত্বের মধ্যে পড়েনি, তাই আমি এটা বলতে পারব না।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ