ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ জিলহজ ১৪৪৫

বিরোধী দল কে, সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: কাদের

প্রকাশনার সময়: ০৮ জানুয়ারি ২০২৪, ১৮:০০ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪, ১৮:০৬

২২৩টি আসনে জয় নিয়ে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি পেয়েছে মাত্র ১১টি আসন। তাদের ছাপিয়ে ৬২টি আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা। ফলে বিরোধী দল কে হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন রাখা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে।

জবাবে সাংবাদিকদের তিনি বলেন, পদ্ধতিটা আমি কেন আপনাকে বলব? নতুন সরকার বসুক। সংশ্লিষ্ট যারা আছে তাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন। বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেবেন।

এরপর তিনি বলেন, নির্বাচনে বিরোধী দল জাতীয় পার্টির তো অনেকেই জিতেছেন, চৌদ্দ দলেরও দুজনের মতো জিতেছেন। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় তো দূরে নয়। যিনি লিডার অব দ্য হাউজ হবেন, তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। নতুন প্রধানমন্ত্রী, নতুন লিডার অব দ্য হাউজ পরিস্থিতি ও বাস্তবতা বিবেচনায় করণীয় নিয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবেন তিনি।

স্বতন্ত্র প্রার্থীদের বেশির ভাগই আওয়ামী লীগের নেতা এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা জনগণের প্রতিনিধি, তারা নির্বাচিত। তাই নির্বাচিত সদস্য হিসেবেই সংসদে বসবেন এবং নিজেদের ভূমিকা পালন করবেন তারা। এ ছাড়া অন্য কিছু এই মুহূর্তে ভাববার অবকাশ নেই।

তিনি আরও বলেন, ২৯৯ আসনের মধ্যে ২২৩টা আসন একা একটা রাজনৈতিক দল জিতেছে। সেখানে স্বতন্ত্র প্রার্থী কতজন? অনেকেই মন্তব্য করেছিলেন, আওয়ামী লীগের চেয়ে স্বতন্ত্রই জিতবে বেশি। আওয়ামী লীগ আওয়ামী লীগই। ২২৩ জন রুলিং পার্টি থেকে জেতা এটা তো একটা পজিটিভ বাস্তবতা।

স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে তিনি বলেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা জনগণের প্রতিনিধি। তারা নির্বাচিত। এই নির্বাচিত সদস্য হিসেবেই সংসদে বসবেন, তাঁদের ভূমিকা পালন করবেন। এ ছাড়া অন্য কিছু এই মুহূর্তে ভাববার অবকাশ নেই।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ