ঢাকা, রোববার, ২৮ জুলাই ২০২৪, ১৩ শ্রাবণ ১৪৩১, ২১ মহররম ১৪৪৬

গুলশানে ভোট দিলেন ফেরদৌসের স্ত্রী

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৪, ১১:৪৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে রোববার সকাল ৮টা থেকে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। শীত উপেক্ষা করে রোববার সকাল থেকেই দেশের বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। আজ রোবাবর সকাল ১০টা পর ঢাকা-১০ সংসদীয় আসনে আওয়ামী লীগ প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদের স্ত্রী তানিয়া রেজা ভাট দিতে আসেন গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে। তার সঙ্গে ভোটকেন্দ্রে ছিলেন স্বামী ফেরদৌস আহমেদ ও তার দুই মেয়ে।

প্রসঙ্গতঃ গুলশান মডেল হাই স্কুল ঢাকা-১৭ আসনের একটি ভোটকেন্দ্র। যেখানে আওয়ামীলগের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোহাম্মদ আলী আরাফাত। ভোট দেওয়ার পর তানিয়া রেজা বলেন, ‘ফেরদৌসেরই জয়ে হবে। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। কেননা, যেখানে গিয়েছি সবাই কথা দিয়েছে- তারা নৌকায় ভোট দিবে। ফেরদৌসকে বিজয়ী করবে।’ তিনি আরও বলেন, ‘আজ সারাদিন ফেরদৌসের পাশে থাকবো। জয় নিয়ে ঘরে ফিরবো। জয় বাংলা। আপনারা সবাই ফেরদৌসের জন্য দোয়া করবেন।’

নয়াশতাব্দী/আরেজ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ