বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কেবল বাংলাদেশ নয়, এখন গোটা পৃথিবীবাসী জানেন যে আগুন দিয়ে গাড়ি পোড়ানো, ট্রেনে আগুন, ট্রেন লাইন উপড়ানো, সহিংসতা, গান পাউডার দিয়ে, লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার মূল হোতা আওয়ামী লীগ।
শনিবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বাংলাদেশের ইতিহাসে আগামীকাল ৭ জানুয়ারি আরো একটি একতরফা পাতানো নির্বাচনের সবচেয়ে অন্ধকারময়-তিমিরাচ্ছন্ন অধ্যায় রচিত হতে যাচ্ছে। আজ এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এক গভীর ক্রান্তিকাল অতিক্রম করছে। অভিনব মডেলের ডামি নির্বাচনী নাটকের মাধ্যমে অবৈধভাবে গত ১৫ বছরের মতো আবারো ক্ষমতায় থাকতে এক বিপজ্জনক খেলার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, আবারো প্রতারণার জাল বিছানো হয়েছে। আওয়ামী লীগ ও তাদের দলদাস রাষ্ট্রযন্ত্র শুধু দেশের মানুষকেই অগ্রাহ্য করেনি, তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিতই করেনি, আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বকে উপেক্ষা করে প্রকাশ্য তথাকথিত ভোট রঙ্গ বাংলাদেশকে নিয়ে যাচ্ছে ভয়ঙ্কর বিপদের অতলে। ইতোমধ্যে এই তামাশার নির্বাচন বিশ্বব্যাপী প্রত্যাখ্যাত হয়েছে।
বিশ্ব মিডিয়া এই নির্বাচনকে ‘একনায়কতন্ত্র-রাজতন্ত্রে আরোহনের প্রহসন’ বলে আখ্যায়িত করেছে এমন দাবি করে রিজভী বলেন, তবুও নির্লজ্জভাবে সরকার অন্ধ ক্ষমতালিপ্সার কারণে গণতন্ত্রকামী বিশ্বকে প্রদর্শনের জন্য সর্বশক্তি প্রয়োগে জবরদস্তিমূলকভাবে ভোটার উপস্থিতি দেখানোর জন্য ‘আমি আর ডামি’র তামাশার খেলায় মত্ত রয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, কেবল বাংলাদেশ নয়, এখন গোটা পৃথিবীবাসী জানেন যে আগুন দিয়ে গাড়ি পোড়ানো, ট্রেনে আগুন দেয়া, ট্রেন লাইন উপড়ানো, সহিংসতা, গান পাউডার দিয়ে, লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার মূল হোতা আওয়ামী লীগ। এবারো তামাশার নির্বাচন কণ্টকমুক্ত রাখতে, একদফার সংগ্রাম বানচাল করতে আগুনসন্ত্রাস করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। যেমনটা তারা ১৯৯৬, ২০১৩, ১৪ ও ১৫ সালে করেছে, বিভিন্ন সময় যেমন করেছে। প্রায় প্রতিটি আগুন সন্ত্রাসের ঘটনায় আওয়ামী লীগ ও রাষ্ট্রশক্তির সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। কোনোটা প্রকাশ হচ্ছে কোনোটা ঢাকা দিচ্ছে পুলিশ।
রিজভী বলেন, গত রাতে ট্রেনে আগুনের ঘটনা ওবায়দুল কাদেরের গুপ্তহত্যা-নাশকতার আগাম বক্তৃতার বাস্তবায়ন কি না তা নিয়ে জনমনে সন্দেহের উদ্রেক করেছে। কয়েকদিন আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, বিএনপি নাকি গুপ্ত হত্যা ঘটাতে এজেন্ট ঠিক করেছে।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ