ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক

প্রকাশনার সময়: ০৫ জানুয়ারি ২০২৪, ২১:২০

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বিকেল ৫ টা ১০ মিনিট ভার্চুয়ালি বৈঠকটি শুরু হয়ে ৬ টা ৪৫ মিনিট শেষ হয়। প্রায় দেড় ঘণ্টা বৈঠকটি অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বৈঠকে ১০ সদস্যের কমনওয়েলথ দলের নেতৃত্ব দেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী অরিতি ব্রুস গোল্ডিং। অন্যদিকে, বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ