ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জনগণ ভয়ে চোখের ইশারায় কথা বলছে : রিজভী

প্রকাশনার সময়: ০২ জানুয়ারি ২০২৪, ২০:৫৯
ছবি- সংগৃহীত

দেশের জনগণ এখন কথা বলতে ভয় পায় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের সীমাহীন নিপীড়ন নির্যাতনের কারণে দেশের জনগণ এখন কথা বলতে পারে না। ফিসফিস করে চোখের ইশারায় কথা বলে।

মঙ্গলবার (০২ জানুয়ারি) বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এই কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দেশের জনগণ এখন কথা বলতে ভয় পায়, তারা কথা বলতে পারে না। ফিসফিস করে চোখের ইশারায় কথা বলে। আমরা যখন লিফলেট বিতরণ করতে যাই, অনেকেই আমাদের সঙ্গে হাত মেলায়, চোখের ভাষায় বোঝা যায়— তাদের সম্মতি আছে আমাদের কর্মসূচিতে। বোঝা যায়, তারা আতঙ্কে আছে। এমনও হয়েছে, আমরা যখন লিফলেট বিতরণ করতে যাই, একজন প্রাইভেট চাকরি করে লিফলেট হাতে নিয়ে তিনি বলেছেন- এটা প্রকাশ্যে পড়া যাবে না বাসায় নিয়ে পড়ব।

রুহুল কবির রিজভী বলেন, সরকারের সীমাহীন নিপীড়ন নির্যাতনের কারণে দেশে দুঃশাসন এতটাই তীব্র হয়েছে যে স্বাভাবিকভাবে জীবনযাপন করা যাচ্ছে না। যারা সত্য কথা বলবে, তাদের নামে হবে নাশকতাসহ ভয়ঙ্কর সব মামলা। এই দেশে যখন উপনিবেশ শাসন ছিল তখনও রাজনীতিবিদদের নামে মামলা দেওয়া হতো, কিন্তু তখন তাদেরকে সম্মান করত, তা সে কারাগারে হোক বা কারাগারের বােইরে হোক। বর্তমানের মতো এত নিষ্ঠুর অবিচার নির্যাতন অসম্মান করা হতো না।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ